গাজীপুরের বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।বুধবার (১৯ নভেম্বর) ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে কারখানায় হঠাৎ আগুন লাগে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস, শ্রীপুরসহ আশপাশের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ সময় কারখানার আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় দাহ্য পদার্থ ও কয়েল তৈরির বিভিন্ন কাঁচামাল থাকায় আগুন ভয়াবহ হয়ে উঠে। পরে ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণ হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণ এসেছে। এখন সেখানে নজরদারি রয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়