গাজীপুরে চাঁদাবাজির ঘটনায় লাইভ করায় সাংবাদিককে প্রকাশ্যে হত্যা

: চলনবিলের সময়
প্রকাশ: ৩ মাস আগে

6

গাজীপুরে চাঁদাবাজির ঘটনা ফেসবুকে লাইভ করার জের ধরে এক সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় চাঁদাবাজ চক্র। বুধবার বিকেলে শহরের ব্যস্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাংবাদিক দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। ঘটনার দিন তিনি একটি চলমান চাঁদাবাজির দৃশ্য সরাসরি সম্প্রচার করছিলেন। এ সময় অভিযুক্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সাংবাদিকরা বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সংবাদ প্রকাশ ও লাইভ করার কারণে তিনি হুমকির মুখে ছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ জনতা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে।

এদিকে দেশের বিভিন্ন স্থানের সাংবাদিক সংগঠন, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজ এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের বাকস্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত। অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। আসামিদের ধরতে বিশেষ অভিযান চলছে এবং খুব দ্রুতই গ্রেপ্তার সম্ভব হবে।