
১৮ আগস্ট ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাবতলী উপজেলা শাখা দীর্ঘ এক যুগ ধরে “সবুজ গাবতলী গড়ার” লক্ষ্যে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সুখানপুকুর রেলস্টেশনে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে কৃষ্ণচূড়া, বকুল ও নিমগাছের চারা রোপণ করা হয়েছে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুহুল হাসান রুহিন এ সময় উপস্থিত থেকে বলেন, “সবুজ প্রকৃতি ও ফুলের সৌন্দর্য শুধু পরিবেশ রক্ষায় নয়, মানুষের মনকেও শান্তি দেয়। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গাবতলীকে এক অনন্য সবুজ গাবতলী হিসেবে প্রতিষ্ঠা করা।”
তিনি আরও জানান, সুখানপুকুর রেলস্টেশনটি বহু পুরাতন হলেও যাত্রীদের জন্য মৌলিক সুবিধার বড় অভাব রয়েছে। বিশেষ করে ছাউনি না থাকায় যাত্রীদের রোদ-বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করতে হয়। তাই তিনি দ্রুত যাত্রী ছাউনি নির্মাণের প্রস্তাব জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয় যাত্রীরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি স্টেশনের যাত্রীসেবা নিশ্চিত হলে এলাকা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।