গাবতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজাসহ যুবককে তিন মাসের কারাদণ্ড।২২ শে অক্টোবর ২০২৫, বগুড়া জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের লাল খাঁ পাড়ায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদকবিরোধী অভিযানে শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মেজবাহ হক (৩০)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ এখন আরও সচেতন হয়ে উঠছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়