গাবতলীতে রুকন সম্মেলন সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে জামায়াতে ইসলামী — গোলাম রব্বানী

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ২ মাস আগে

6

বগুড়ার গাবতলী উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় গাবতলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, “আমরা যখন রুকনের শপথ নিয়েছি, তখন জান-মাল দিয়ে আল্লাহর পথে কাজ করার অঙ্গীকার করেছি। সংগঠনের কোনো সিদ্ধান্ত যদি কুরআন-সুন্নাহ বিরোধী না হয় তবে তা মেনে চলা প্রতিটি রুকনের জন্য অপরিহার্য। বাইরে সমালোচনা নয়, বরং দায়িত্বশীলদের সাথে পরামর্শের মাধ্যমে কাজ করতে হবে। একজন রুকনের জীবন সমাজের জন্য মডেল হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজে সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। কোনো হুমকি-ধামকি কিংবা ভয়ভীতি জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না। ইনশাআল্লাহ, একদিন কুরআন-সুন্নাহ ভিত্তিক সংসদ প্রতিষ্ঠিত হবেই।” তিনি পরিবারের প্রতিটি সদস্যকে সংগঠনের সাথে সম্পৃক্ত করার আহ্বান জানান এবং দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, বগুড়া মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ এবং উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোরশেদুর রহমান বাবুল। সম্মেলনের সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ।

এছাড়া রুকন সম্মেলনে গাবতলী উপজেলার চারটি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন— সুখানপুকুর ইউনিয়নে অধ্যাপক মোরশেদুর রহমান বাবুল, কাগইল ইউনিয়নে অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, রামেশ্বরপুর ইউনিয়নে মাওলানা আব্দুর রহমান এবং সোনারায় ইউনিয়নে অধ্যক্ষ ইউনুস আলী।