গুমের শিকার পরিবারের সদস্যরা অবিলম্বে তাদের স্বজনদের ফেরতের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় জড়িতদের বিচার দাবি করেন তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মায়ের ডাক আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তারা এই দাবি জানান। গুমের শিকার ব্যক্তিদের সন্ধান ও ন্যায়বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, গুমের শিকার পরিবারগুলোর আওয়াজ আন্তর্জাতিক মহলে পৌঁছাচ্ছে, কিন্তু দেশের সরকারের কাছে যাচ্ছে না। সরকারে এখনো অপশক্তি রয়ে গেছে। সব তথ্য জানাতে এখনো বাধা দেওয়া হচ্ছে। গুম কমিশন ও ট্রাইব্যুনাল গঠন করা হলেও তারা মাত্র দুটি অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। তাই আজও আমাদের রাস্তায় দাঁড়িয়ে বিচারের দাবি জানাতে হচ্ছে।
গুমের শিকার কাজী ফরহাদের স্বজন আমানুল হক আমান বলেন, স্বাধীন হওয়ার পরও আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। কমিশন শুধু যারা ফিরে এসেছেন, তাদের কথাই বলছে। কিন্তু যারা ফিরে আসেননি, তাদের কথা কেউ বলে না।
গুমের শিকার খালেদ হোসেনের স্ত্রী সৈয়দা শারমিন সুলতানা বলেন, এক যুগ ধরে ছবি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি, গুম কমিশন হয়েছে- কিন্তু তারা কোনো খবর দেয়নি। আমি চাই না, আমার সন্তান একদিন এভাবে রাস্তায় দাঁড়িয়ে বাবার খোঁজ চাইবে।
গুমের শিকার পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার ভাই বাবাকে দেখেনি, জানি না তিনি কেমন ছিলেন। আমরা বাবাকে ফেরত চাই। যদি ফিরিয়ে দিতে না পারেন, তবে অন্তত বিচার করুন।
শাহরিয়ার কবির রাতুলের বাবা ও দাদাকে একসঙ্গে গুম করা হয়েছে। তিনি বলেন, বাবার নাম লিখতে গেলে জানি না কী লিখব। তিনি মৃত না জীবিত—এই প্রশ্নের উত্তর কি রাষ্ট্র দেবে?
ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টু গুম হওয়ার এক যুগ পরও কোনো তথ্য না পেয়ে তার বোন রেহানা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাই কোথায়, আমরা জানতে চাই। গুম কমিশন ও ট্রাইব্যুনাল কেন নীরব—তার উত্তরও আমরা চাই’।
মানববন্ধনে সংহতি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, গত ১৫ বছর দেশে কোনো ন্যায়বিচার ছিল না। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। তাহলে এই পরিবারগুলো এখনো কেন ন্যায়বিচার পাচ্ছে না?
মায়ের ডাক এর মো. মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসম্পাদক ও গুমের শিকার আনিসুর রহমান তালুকদার খোকন, গুমের শিকার নাসির উদ্দিন মন্টুর বোন মিতু আক্তার, তাঁতী দলের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়