বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ি গ্রামের একটি ভাড়া বাসা থেকে আজ সকালে সুমাইয়া আক্তার (৩২) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ঘটনার পর থেকে সুমাইয়ার কথিত স্বামী পলাতক থাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
সুমাইয়া আক্তারের গ্রামের বাড়ি আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রহিমাবাদ শালুকগাড়ি গ্রামে একটি ভাড়া বাসায় কথিত স্বামীর সাথে বসবাস করতেন। তবে তার কথিত স্বামীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ সকালে প্রতিবেশীরা সুমাইয়ার ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সুমাইয়া সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
তবে, ঘটনার পর থেকেই সুমাইয়ার কথিত স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার এই হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াকে ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। কথিত স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।