গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এস এম তৌফিক, আজিজুর রহমান বেনা, কে এম বাবর ও জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা ও সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান।
এ ছাড়া সদর উপজেলা ছাত্রদল সভাপতি তাসবীর হোসেন, সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রেজভী আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ, যুবদল নেতা রাজিব বিশ্বাস ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা মোল্লাসহ বিএনপি ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়