গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় চাল বোঝাই ট্রাকের চাপায় সামছুল ইসলাম(৫০) নামে এক বাই সাইকেল আরোহী নি'হত হয়েছে। নিহ'ত সামছুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী জানায়, ২৭ আগস্ট বুধবার দুপুর সোয়া ২টার দিকে গোবিন্দগঞ্জ থেকে কামদিয়া গামী একটি চাল বোঝাই ট্রাক ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছিলে, খামারপাড়া দিক থেকে আসা এক সামছুল ইসলাম নামে এক বাই সাইকেল আরোহী,পিছনে একটি শিশুকে নিয়ে আসার পথে শিশুটি লাফ দিয়ে সাইকেল থেকে নেমে পড়লে বাইসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নি'হত হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম এ দুঘর্টনায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়