
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (২৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। এ সময় তিনি নিহত আজেদার স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেয়াসহ দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস দেন।
উল্লেখ, গত ২১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার মেয়ে। সংসারে তিনি দুই সন্তান—৮ বছর বয়সী আতিক ও ১৬ বছর বয়সী সোনিয়াকে নিয়ে জীবন চালাতেন। অন্যের বাসায় কাজ করে সংসার চালাতেন তিনি।
স্বজনদের অভিযোগ,শামীম নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন এবং মোবাইল ফোনে জুয়ার সঙ্গেও যুক্ত ছিলেন। এসব নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিনও ঝগড়ার এক পর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে আজেদার পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরে ছেলেকে হত্যার হুমকি দিয়ে তিনি পালিয়ে যান।