
পাবনার চাটমোহর উপজেলার রামনগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছেন কৃষক মাসুদ সরকার। প্রাণ বাঁচাতে গিয়ে আগুনে পুড়েছে তার দুই মহিষ ও একটি ছাগল।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে মাসুদ সরকারের বাড়ির গোয়ালঘরে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় গোয়ালে বাঁধা মহিষ দুটি ও ছাগলটি ছটফট করতে থাকে। প্রিয় মহিষ জোড়াকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গোয়ালে ঢোকেন মাসুদ সরকার। তিনি কোনোভাবে দগ্ধ মহিষের গলার রশি কেটে তাদের মুক্ত করেন, তবে নিজেও গুরুতরভাবে দগ্ধ হন।
মাসুদ সরকার জানান, প্রতিদিনের মতো সেদিনও তিনি মশার কয়েল জ্বালিয়ে পশুগুলো বেঁধে ঘুমিয়ে পড়েছিলেন। রাতের বেলায় মায়ের চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে দেখতে পান গোয়ালঘরে আগুন জ্বলছে। তার ধারণা, আগুনের সূত্রপাত হয়েছে মশার কয়েল থেকে।
খবর পেয়ে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মূসা নাসের চৌধুরী। তিনি আহত কৃষক ও দগ্ধ প্রাণীদের চিকিৎসার জন্য দশ হাজার টাকা আর্থিক সহায়তা ও কিছু খাদ্যসামগ্রী প্রদান করেন।
প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রায় তিন লাখ টাকা দামের দগ্ধ মহিষ দুটি এখনও জীবিত আছে, তবে ঘটনাস্থলেই মারা যায় ছাগলটি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়