গোয়াল ঘরে আগুনে পুড়ে ৫ গবাদি পশুর মৃত্যু

: ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: 1 month ago

43

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পুড়ে পাঁচ গবাদি পশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) শেষ রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গবাদি পশুর মালিক মেহেদী হাসান বলেন, শেষ রাতের দিকে হঠাৎ গবাদি পশুর অস্বাভাবিক ডাকে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে আগুন দাউদাউ করে জ্বলছে। আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গোয়াল ঘরসহ সঙ্গে থাকা রান্নাঘর পুড়ে যায়।

তিনি আরও বলেন, এতে আমার ৩টি গরু ও দুটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। দগ্ধ অবস্থায় উদ্ধার করা আরও ৩টি গরু সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ধারণা করছি শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় আমার আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো যদি মারা যায়, তবে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে।

ইউএনও মাহমুদা জাহান কালবেলাকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গবাদি পশুর মৃত্যুর ঘটনাটি জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খামারিকে সহযোগিতা করা হবে।