নরসিংদীর মাধবদীতে গ্যাস সংযোগের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক গৃহবধূ নিহত ও তার দুই শিশুসন্তান গুরুতর দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার মরদেহ ঢামেক মর্গে এবং দগ্ধ সন্তানরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নূরালাপুর ইউনিয়নের আলগী গ্রামে গৃহবধূর নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে নিহত আকলিমা বেগম (৩০) এম আর এমরানের স্ত্রী। গুরুতর দগ্ধ হয়েছে তাদের দুই সন্তান সিয়াম (১২) ও সামিয়া (১৪)। আকলিমা ও ইমরান একই এলাকার একটি টেক্সটাইল মিলের শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছে একটি চক্র। এলাকাবাসী তিতাস গ্যাস কর্তৃপক্ষকে কয়েকবার লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম কালবেলাকে বলেন, অগ্নিদগ্ধে নিহত আকলিমার লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গত সোমবার ভোরে নরসিংদী সদরে তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে আগুন লাগায় শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে দিনভর গ্যাস সরবরাহ না থাকায় শিল্প প্রতিষ্ঠানসহ জেলার প্রায় সাড়ে চার হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
Copyright © 2025 chalonbilersomoy. All rights reserved.