রংপুরের বদরগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গ্রেপ্তারের পর তার দেওয়া ফেসবুক পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার সৃষ্টি হয়।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হুমায়ুন কবির উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের নেতা। এছাড়া ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন।
এদিকে হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে ওই নেতা তার ফেসবুক আইডি থেকে সেলফিসহ একটি পোস্ট দেন। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘আমাকে পুলিশ ধরল।’ তবে এ বিষয়ে জানতে পুলিশের সঙ্গে যোগাযোগের কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয়। কিন্তু তার দেওয়া ফেসবুক পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার সৃষ্টি হয়।

তবে গ্রেপ্তার ওই নেতার ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে তিনি আরও বলেন, ‘এটা কোন জায়গায় তুলে দিল, আমি তো বুঝতে পারলাম না। ও কীভাবে দেবে, ওর স্ত্রী হয়তো দিছে।’
এদিকে ওসির সঙ্গে কথা বলার পর হুমায়ুনের ফেসবুক আইডিতে ওই পোস্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়