চট্টগ্রাম নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বারের কিছু অংশ পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের তিনটি দল ঘটনাস্থলে কাজ করছে। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাই। আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তসাপেক্ষে জানা যাবে।
গত বছরের ৫ আগস্ট বারটি লুটপাট হয়েছিল। এমনকি বারের স্থাপনাও কেটে লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নতুন করে সংস্কারের পর চালু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়