চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। আহতরা হলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সদস্য, এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপারসন পারভেজ রহমান।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ।
রোববার (০৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা শুধু ঘৃণ্যই নয়, ন্যক্কারজনক এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে বেড়ে ওঠা এসব সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে না আনতে পারা সংশ্লিষ্টদের ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে সিইউজে।
সিইউজে নেতারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে তথ্য জানান এবং সমাজকে সচেতন করেন। তাদের ওপর হামলা সভ্য সমাজে কল্পনাতীত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি।
নেতারা আহত দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে সিইউজে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
প্রসঙ্গত, শনিবার (০৪ অক্টোবর) সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুরের নেতৃত্বাধীন দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। ওই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে প্রায় ৫০-৬০ জন সন্ত্রাসী হোসাইন জিয়াদ ও পারভেজ রহমানের ওপর হামলা চালায়।
দেশীয় অস্ত্র, গাছের টুকরো ও পাথর দিয়ে তাদের মাথা, মুখ ও পিঠে আঘাত করা হয়। দুই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়, ক্যামেরা ভাঙচুরের পর তা রেখে যায়। পরে সাংবাদিকদের জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টা করা হয়।
বর্তমানে হোসাইন জিয়াদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে এবং পারভেজ রহমান ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়