চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

: চট্টগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ: 2 weeks ago

55

চট্টগ্রাম নগরীতে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. নুর হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

রোববার (০৪ জানুয়ারি) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন সাগরিকা বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. নুর হাসান খুলশী থানাধীন মাস্টার লেন এলাকার মো. মানিকের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, আকবরশাহ থানায় করা একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নুর হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।