চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিকের উত্তরে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক লামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টার আগে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়