চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই আসামি গ্রেপ্তার

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

91

চট্টগ্রামে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশের ডিসি মাহাবুবুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ মোরশেদ (৩৫) ও মোহাম্মদ খাগির প্রকাশ গরু ছাগির (৪৬)।

গোয়েন্দা পুলিশের দাবি, উদ্ধারকৃত বিদেশি পিস্তল দিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন গ্রেপ্তার দুজন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিসি মাহবুবুল আলম খান বলেন, গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। তারা নাশকতা পরিকল্পনা করছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, একটি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে হালিশহর থানা মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।