চলনবিলের চাটমোহরে অবৈধ স্বোতিবাঁধ অপসারণ

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

17

চলনবিলের পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে মাছ শিকারের উদ্দেশ্যে নির্মিত স্বোতিবাঁধ অপসারণ করেছে প্রশাসন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার ছাওয়ালদহ বিলের ধর্মগাছা ব্রিজের নিচে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এক শ্রেণীর অসাধু ব্যক্তি বাঁশ ও বাঁশের চাটাই (ধারাই) ব্যবহার করে পানি প্রবাহ বন্ধ করে মাছ শিকারের জন্য স্বোতিবাঁধ তৈরি করেছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে ওই বাঁধ অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করে।

তিনি আরও জানান, চাটমোহর উপজেলায় স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।