পাবনার চাটমোহরের চলনবিলে পিকনিক শেষে ফেরার পথে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া রাজমিস্ত্রি বুরুজ হোসেনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত বুরুজ হোসেন (৪০) উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারি গ্রামের মৃত এন্তাজ প্রামাণিকের ছেলে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার সকালে প্রায় ৩০ জন রাজমিস্ত্রি ও সহকারীর দল নৌকায় করে চলনবিলে পিকনিক করতে যায়। ফেরার পথে রাত ৯টার দিকে কাটেঙ্গা এলাকায় নৌকার গোলুইতে বসে থাকা অবস্থায় বুরুজ পানিতে পড়ে নিখোঁজ হন।
তিনি আরও বলেন, রাত ২টা পর্যন্ত স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।
পরে শুক্রবার সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ তল্লাশির পর দুপুর ১টার দিকে গুমানি নদী থেকে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়