চলনবিলের ভাঙ্গুড়া চাটমোহর উল্লাপাড়া তাড়াশ উপজেলার প্রাণকেন্দ্র নওগাঁ বাজারে ২৬ ডিসেম্বর বুদ্ধিপ্রতিবন্ধী একাডেমিক ভবনে চলনবিল সাহিত্য সভা ও জামাল উদ্দিন সাহিত্য পুরস্কার ২০২৫ অনুষ্ঠিত হয়।
ড.মোঃ খায়রুজ্জামান মুননু 'র সভাপতিত্বে কবিতা আবৃত্তি নৃলোক সাহিত্য সাময়িকীর উন্মোচন আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোঃ মনিরুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাহিদুল ইসলাম কবি ও গবেষক নুরে মোস্তফা বাবু কবি ফিরোজ আলম কবি বাবুল ইসলাম বাবুল কবি নুরুজ্জামান সবুজ সহ দু'শতাধিক কবি সহিত্যিক সাংবাদিক শিল্পী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়