চাঁদাবাজির অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলায় রুহুল আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে জনতার হাতে আটক করা হয়েছে। পরে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
জানা গেছে, আটক রুহুল আমিন শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।
বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করেন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করেন।
এ ঘটনায় নিশ্চিন্তপুর এলাকার অ্যাডভোকেট শাপলা খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয় নাই।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়