
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। হান্ডিয়াল ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়। আশরাফুল ইসলাম মাস্টারে সঞ্চালনায়
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান আতিক, বিএনপি হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবু হানিফ,সাবেক সাধারন সম্পাদক ছহির উদ্দিন স্বপন,সাবেক সাংগঠনিক আঃ ছাত্তার, ছাত্রদলের সাবেক সভাপতি সরোয়ার, ছাদেক হোসেন,আবুল হাশেম প্রমুখ সহ বিএনপি হান্ডিয়াল ইউনিয়ন শাখা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান স্পনসর করেছে ত্রৈমাসিক চলনবিলের সময়, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং হান্ডিয়াল এর আলহাজ্ব আলতাফ হোসেন মাষ্টার, খন্দকার এন্ড সন্সের বুলবুল খন্দকার, রওশন আলী স্বপন, হান্ডিয়াল ব্যাবসায়ী সমিতি,ও আব্দুল আলীম সুমন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, মাদককে না বলে খেলাধুলা ও পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন।