পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র্যালি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস. এম. মিজানুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা এবং শিক্ষার্থী নিহারিকা খন্দকার, নুপুর খাতুন ও অমিয়া হাসনাইন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়