চাটমোহরে ঋণ ও মামলার চাপে এক ব্যক্তির আত্মহত্যা

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 1 week ago

39

পাবনার চাটমোহরে ঋণসংক্রান্ত মামলা ও আর্থিক চাপের কারণে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সবুর তালুকদার উপজেলার মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নিহত সবুর তালুকদার তার প্রতিবেশী ছিলেন এবং তিনি অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল।
তিনি আরও জানান, ঈশ্বরদী উপজেলার অরনকোলা এলাকায় সবুরের ভগ্নিপতির (বোন জামাতা) নিকট থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে সুদে-আসলে সেই টাকার পরিমাণ প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে সবুর তালুকদারকে ৫ নম্বর আসামি করা হয়। এ মামলাটি নিয়েই তিনি দীর্ঘদিন ধরে হতাশা ও মানসিক চাপে ভুগছিলেন।
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী একটি গোরস্থানের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সবুরকে প্রথমে কয়েকজন শিশু দেখতে পায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের খালাতো ভাই ও প্রতিবেশীরাও জানান, ঋণ ও মামলার বিষয়টি নিয়ে সবুর কয়েকদিন ধরেই গভীর দুশ্চিন্তা ও মানসিক চাপে ছিলেন। তাদের ধারণা, এ হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।