চাটমোহরে কৃষক দল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

5

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নটাবাড়িয়া বাজার এলাকায় অবস্থিত ওই চিলিং সেন্টারটি অনুমোদনহীনভাবে পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বৈধ লাইসেন্স না থাকার দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাদ্য পরিদর্শকসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চিলিং সেন্টার চালানো এবং পরিবেশ দূষণের কারণে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে ভেজাল দুধ উৎপাদন ও বিপণন কিংবা অবৈধভাবে সেন্টার পরিচালনা না করার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সোমবার রাত ৯টার দিকে একই চিলিং সেন্টারে অভিযান চালিয়ে প্রায় ৭০০ লিটার ভেজাল দুধ ও বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কাঁচামাল জব্দ করে পুলিশ। তবে সে সময় মালিক আব্দুল মমিন ঘটনাস্থলে না থাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।