
১২ আগস্ট মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চাটমোহরে বর্ণাঢ্য আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, প্রশিক্ষণার্থী ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এবছরের শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা প্রদান করা হয় তেবাড়িয়া যুব সোসাইটি-কে। গত এক বছরে সফল কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংগঠনটিকে সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পরিচালিত এবং সরকারি নিবন্ধিত এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে যুব উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে কাজ করছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে— ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ, প্রযুক্তি শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণ, বেকার যুবদের উদ্যোক্তা তৈরি কর্মসূচি, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণ, রক্তদান ও জরুরি সেবা, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি, প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও আর্থিক সহায়তা, এবং আধুনিক কৃষি প্রশিক্ষণ।
ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সংগঠনের চেয়ারম্যান মো. মেহেদী শাওন বলেন, “এই সম্মাননা তেবাড়িয়া যুব সোসাইটির প্রতিটি স্বেচ্ছাসেবীর পরিশ্রমের স্বীকৃতি। ঐক্য, সততা ও প্রযুক্তির মাধ্যমে আমাদের যুব সমাজ বিশ্বে উদাহরণ হয়ে উঠবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণ চেক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়