পাবনার চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী এই প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।
“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শোয়েব রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, মো. আবুল কাশেম, মো. সাইফুল ইসলাম, খামারি সুলতানা পারভীন ও মোছা. রিনা পারভীন প্রমুখ।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণি সম্পদ ও খামার সংক্রান্ত মোট ৩০টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর এই সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়