চাটমোহরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 3 days ago

21

পাবনার চাটমোহর উপজেলায় দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মাসুদ রানা (২৩)। তিনি উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কর্নিপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
চাটমোহর থানা সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক চারটার দিকে হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাসুদ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।