
পাবনা: পাবনার চাটমোহর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফয়সাল মাহমুদ। বুধবার (১৫ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দপ্তরে যোগদান করেন। যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ফুল দিয়ে নবাগত কর্মকর্তাকে শুভেচ্ছা জানান।
প্রশাসন সূত্রে জানা গেছে, ফয়সাল মাহমুদের জন্ম ঢাকায়। তিনি ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি আরএম শাখা, ভিপি শাখা, তথ্য ও অভিযোগ শাখা এবং উন্নয়ন ও পর্যটন সেলের দায়িত্বে ছিলেন।
চলতি বছরের ২৭ এপ্রিল থেকে তিনি উক্ত পদে দায়িত্ব পালন করছিলেন। পরে পদোন্নতি পেয়ে চাটমোহর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগ পান।
উল্লেখ্য, চাটমোহরের পূর্ববর্তী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল সম্প্রতি পদোন্নতি পেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন নবাগত কর্মকর্তা ফয়সাল মাহমুদ।
চাটমোহরবাসীর প্রত্যাশা—নতুন এসিল্যান্ড ফয়সাল মাহমুদের প্রশাসনিক দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে উপজেলার ভূমি ও জনসেবার কার্যক্রম আরও গতিশীল হবে।