
পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ডিকশির বিলের পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী অবৈধ সোঁতীবাধ অপসারণ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টা থেকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
চাটমোহর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, কিছু অসাধু ব্যক্তি ডিকশির বিলসহ বিভিন্ন জলাশয়ে সোঁতীবাধ স্থাপন করে অবৈধভাবে মাছ আহরণ করছিল। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বিলের আশপাশের হাজার হাজার হেক্টর কৃষিজমি হুমকির মুখে পড়েছিল।
অভিযানে দুপুর ২টার দিকে অবৈধভাবে স্থাপিত জাল ও বাঁধ অপসারণের পাশাপাশি জাল পোড়ানোর মাধ্যমে অভিযান শেষ করা হয়।
ইতিপূর্বে চাটমোহরের বিলচলন, হান্ডিয়াল, নিমাইচড়া ও ডিবিগ্রাম এলাকার বিভিন্ন নদী ও বিলে স্থাপিত অবৈধ সোঁতীবাধও অপসারণ করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। এক শ্রেণির ব্যক্তি পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে সোঁতীবাধ স্থাপন করেছিল। চাটমোহর উপজেলা প্রশাসন এমন সব বাঁধ কেটে দিয়েছে, যাতে প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক থাকে। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।”