পাবনার চাটমোহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ সময় ১ কেজি গাঁজা ও ১০ লিটার বাংলা মদ জব্দ করা হয়। অভিযানে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত নারীর নাম লবিজান (৪১)। তিনি চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের হাবিব প্রামানিকের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের উপপরিদর্শক শের আলম জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হাবিব প্রামানিকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন সহকারী উপপরিদর্শক নিজাম উদ্দিন। তল্লাশির সময় ঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার এবং লবিজানকে আটক করা হয়।
এদিকে একই দিন অপর এক অভিযানে কেশবপুর গ্রামের মৃত শ্যামাপদ মুরারির ছেলে হিরেন্দ্র মুরারীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ বোতলে সংরক্ষিত ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে হিরেন্দ্র পালিয়ে যায়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, দুটি পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক লবিজানকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়