চাটমোহরে পেটে হাসুয়া চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা

: চলনবিলের সময়
প্রকাশ: ৩ মাস আগে

3

পাবনার চাটমোহরে নিজের পেটে ঘাস কাটার হাসুয়া চালিয়ে আত্মহত্যা করেছেন রফেজা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা। তিনি হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

নিহতের ছেলে আব্দুল জব্বার জানান, প্রতিদিনের মতো রবিবার (১০ আগস্ট) সকালে মানসিক ভারসাম্যহীন মাকে ঘরে তালাবদ্ধ করে রেখে জমিতে ঘাস কাটতে যান। এ সময় তার স্ত্রীও কাজে যান। দুপুর আড়াইটার দিকে বাড়ি ফিরে ঘরের তালা খুলে তিনি দেখেন, তার মা মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। পাশে রক্তমাখা ঘাস কাটার হাসুয়া পড়ে ছিল।

নিহতের আত্মীয় হৃদয় জানান, এর আগেও রফেজা খাতুন তার মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিজের গলায় হাসুয়া চালিয়েছিলেন। সে সময় তার গলায় একাধিক সেলাই দিতে হয়। সম্প্রতি তিনি পুকুরে ডুবে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।