চাটমোহরে প্রথমবার ভাতা বাছাইয়ে উন্মুক্ত লটারি পদ্ধতি

: নিজস্ব প্রতিবেদক | চলনবিলের সময়
প্রকাশ: ৯ ঘন্টা আগে

30

সরকারি ভাতা বিতরণে আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে এবার চাটমোহরে সেই প্রচলিত প্রথার ভিন্নধর্মী ও স্বচ্ছ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর পরামর্শক্রমে ফৈলজানা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে মাতৃত্বকালীন ভাতাভোগীদের নির্বাচন করা হয়।

কোনো প্রকার আর্থিক লেনদেন, তদবির বা সুপারিশ ছাড়াই অনলাইনে আবেদন করা ১৯ জন নারীর মধ্য থেকে ১০ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। ভবিষ্যতেও অনলাইনে আসা সকল আবেদনকারীর মধ্য থেকে একইভাবে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাতাভোগী নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাতার জন্য আবেদনকারীরা। ফৈলজানা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই লটারিতে উপস্থিত সকলে স্বচ্ছতা ও ন্যায্যতায় সন্তোষ প্রকাশ করেন।

এলাকাবাসী মনে করছেন, ফৈলজানা ইউনিয়নের এই উদ্যোগ অন্যান্য ইউনিয়নগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে। তারা বলেন, “যদি সকল ইউনিয়নে এমন লটারি পদ্ধতি চালু হয়, তাহলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব অনেকাংশে হ্রাস পাবে।”

মানবিক প্রশাসক হিসেবে চাটমোহরবাসীর হৃদয়ে জায়গা করে নেওয়া ইউএনও মুসা নাসের চৌধুরীর এই পদক্ষেপকে তারা দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন।

চাটমোহরের মানুষের মুখে এখন একটাই কথা — ‘আমাদের ইউএনও, মুসা নাসের চৌধুরী — দীর্ঘজীবী হোন।’