চাটমোহরে প্রার্থী মনোনয়নের দাবিতে শনিবার বালুচর মাঠে সমাবেশ ডাকলেন বিএনপি নেতা: হাসাদুল ইসলাম হীরা

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 4 weeks ago

90

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে স্থানীয় নেতাদের মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন চূড়ান্ত প্রার্থী মনোনয়ন প্রদান করে—এই দাবিতে আগামী ৮ নভেম্বর শনিবার বিকেল ৩টায় চাটমোহরের বালুচর মাঠে সমাবেশের ডাক দিয়েছেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান, দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. হাসাদুল ইসলাম হীরা।

বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় ফেসবুক লাইভে এসে তিনি এই সমাবেশের ঘোষণা দেন।

হীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রায় দেড় যুগ আমরা হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমার নেতাকর্মীরা কেউ চাঁদাবাজি বা লুটতরাজে জড়িত ছিল না। এখন পরিবর্তনের সময়, অথচ পাবনা-৩ আসনে স্থানীয় নেতাদের উপেক্ষা করে একজন বহিরাগতকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, যার এলাকায় কোনো উল্লেখযোগ্য জনসমর্থন নেই—মাত্র ৫ শতাংশ মানুষের সমর্থন তার পক্ষে।

তিনি অভিযোগ করে বলেন, বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ঘোষণার পর চাটমোহরের জনগণ বিষয়টি প্রত্যাখ্যান করেছে। প্রমাণস্বরূপ দেখা গেছে, তার মনোনয়ন ঘোষণার পর মাত্র অল্প কয়েকজন সমর্থক ফুল-মিষ্টি দিয়ে অভিনন্দন জানিয়েছে—তারা আগেও তার ঘনিষ্ঠ ছিল। বহিরাগত লোকজন এখন সমর্থনে মাঠে নামলেও ভোট দেবে এই এলাকার জনগণ, তারা নয়।

বিএনপি নেতা হীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে—মাঠ জরিপ করে জনপ্রিয় স্থানীয় প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিন। বহিরাগত প্রার্থী দিলে এই আসন হারানোর ঝুঁকি রয়েছে। জামায়াত নেতাকর্মীরাও তার মনোনয়ন পেয়ে উল্লাস করছে। কিন্তু সরকার গঠন করতে হলে আগে প্রতিটি আসন পুনরুদ্ধার করতে হবে।

তিনি চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সাধারণ জনগণকে শনিবার বিকেলে বালুচর মাঠে উপস্থিত থেকে চাটমোহরের প্রার্থী মনোনয়নের দাবিতে শক্তিশালী অবস্থান জানানোর আহ্বান জানান।

এদিকে, একই দাবিতে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলামও একই দিন ও একই সময়ে বালুচর মাঠে সমাবেশের ঘোষণা দিয়েছেন।

চাটমোহরে তাই শনিবার বিকেলে দুই প্রার্থীর ডাকা সমাবেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে।