পাবনার চাটমোহরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।
মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হোসাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আজগর। এ সময় আরও উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মো. সোলায়মান হোসেন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়া খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন ও যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হামিদ বলেন, “ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মাদক, সন্ত্রাস, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে শরিক হতে বিএনপির অর্ধশতাধিক কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমাদের লক্ষ্য ইসলামী আইন ও শাসনব্যবস্থা কায়েম করা।”
যোগদানকারী কর্মীরা জানান, তারা জামায়াতে ইসলামের রাজনৈতিক আদর্শ ও কর্মপন্থায় অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়