চাটমোহরে বিশ্ব নদী দিবস পালন

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

6

পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল বিদ্যা নিকেতন যৌথভাবে র‌্যালি, আলোচনা সভা এবং গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন করে।

এবারের প্রতিপাদ্য ছিল— “নদী ও জলাধার; আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের আধার।”

সকালে চাটমোহর-মান্নাননগর মহাসড়কে পরিবেশবাদী কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, কবি ও নাট্যকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে কুমারগাড়া স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষিকা দিল আফরোজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নদী ও পরিবেশ রক্ষা, দখল-দূষণ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব ও বাপার যুগ্ম সম্পাদক এস. এম. মিজানুর রহমান, নাট্যজন আসাদুজ্জামান দুলাল, সাংবাদিক ও পরিবেশকর্মী রকিবুর রহমান টুকুন, চারুশিল্পী মিলন রব, চিকিৎসক ডা. আতিকুল আলম, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি শাহিন রহমান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মাসুদ রানা প্রমুখ।

আলোচনা শেষে বড়াল বিদ্যা নিকেতনের ৩৮০ জন শিক্ষার্থী গ্রাফিতি প্রতিযোগিতায় অংশ নিয়ে নদীর প্রতি ভালোবাসা ও মিতালির বার্তা ফুটিয়ে তোলে।