
চাটমোহরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য প্রচার ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “হাত ধোয়ার নায়ক হোন”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম, আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরহাদ পারভেজ লিখন এবং উপসহকারী প্রকৌশলী আলামিন হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান জানান, বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক নিয়ম ও গুরুত্ব সম্পর্কে প্রদর্শনী করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায় এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তারা আরও সচেতন হয়ে ওঠে।