পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক দুই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ। সোমবার (২৪ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করে সোমবার সকালে তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন, মূলগ্রাম ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবপুর গ্রামের মৃত. জামাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান। অপরজন ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবাখলী গ্রামের তাজেম সরদারের ছেলে জাহিদুল ইসলাম ডাবলু। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, আটককৃত দুই আ.লীগ নেতার বিরুদ্ধে হরিপুর ইউনিয়নে বিস্ফোরক আইনে মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন। তারা দীর্ঘ দিন আত্মগোপনে ছিল। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল...
2
পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক দুই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ। সোমবার (২৪ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করে সোমবার সকালে তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, মূলগ্রাম ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবপুর গ্রামের মৃত. জামাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান। অপরজন ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবাখলী গ্রামের তাজেম সরদারের ছেলে জাহিদুল ইসলাম ডাবলু।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, আটককৃত দুই আ.লীগ নেতার বিরুদ্ধে হরিপুর ইউনিয়নে বিস্ফোরক আইনে মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন। তারা দীর্ঘ দিন আত্মগোপনে ছিল। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।