চাটমোহরে বেশি দামে সার বিক্রি: দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

125

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে পাবনার চাটমোহর উপজেলায় দুই সার ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজার ও নিমাইচড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে মির্জাপুর বাজারের ‘লক্ষ্মী নারায়ণ এন্টারপ্রাইজ’-এর মালিক শিবেন্দ্রনাথ দত্তকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং নিমাইচড়া বাজারের ‘আজম এন্টারপ্রাইজ’-এর মালিক আজম আলীকে একই অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “নির্ধারিত দামের বাইরে সার বিক্রি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিয়ম ভঙ্গ করলে যেকোনো সময় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”