পাবনার চাটমোহরে সয়াবিন তেল, জেলি ও ডিটারজেন্ট ব্যবহার করে ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে কৃষক দল নেতা মমিন হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে চাটমোহর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস ও সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মমিন হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়ীয়া এলাকায় মমিন হোসেনের মালিকানাধীন দুধের মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় প্রায় ৭০০ লিটার ভেজাল দুধসহ ভেজাল তৈরির বিভিন্ন সরঞ্জাম, কেমিক্যাল, জেলি, ডিটারজেন্ট গুঁড়া, নিম্নমানের তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও চুলা জব্দ করা হয়। অভিযানের সময় মালিক মমিন হোসেন সেখান থেকে পালিয়ে যান।
পরে ২০ আগস্ট সকালে দ্বিতীয় দফা অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মমিন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, এলাকাবাসী ভেজাল দুধ উৎপাদনের দায়ে অভিযুক্ত মমিন হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়