পাবনার চাটমোহরে উপজেলা মহিলা দলের বিলুপ্ত কমিটির দুই নেত্রীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) এবং একই কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, পাবনার মাননীয় আমলী আদালত-০৪ এর সিআর ৫১৩/২৫ (চাট) মামলার পলাতক আসামি হিসেবে তাদের নাম ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাতে চাটমোহর পৌরসভার দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা মহিলা দলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. তামান্না আজিজা স্বর্ণা গত ২৩ আগস্ট ২০২৫ বিকেল ৫টার দিকে পৌর এলাকার বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গেলে পূর্ব বিরোধের জেরে রহিমা রেজা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় স্বর্ণা আহত হন। পরে তিনি ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে দুজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে রহিমা রেজাকে উপজেলা মহিলা দলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। তখন এ ঘটনাটি চাটমোহরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়