চাটমোহরে মাদক সেবনে ৬ জনের কারাদণ্ড

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

24

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ছয়জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে তিনি দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হান্ডিয়াল কুর্নিপাড়া এলাকার পেশকার আলীর ছেলে ইদ্রিস (২১), সোনাবাজু এলাকার আব্দুরের ছেলে নাজিম (২৫), পাটিয়াতা গ্রামের আরশেদ আলীর ছেলে হান্নান (২৬), ইউসুফ আলীর ছেলে আমিনুল (১৮), হোসেনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আমিনুল (২৮) এবং সোনাবাজু এলাকার ওমর ফকিরের ছেলে আলি আজম (২৬)।

আদালতে তারা মাদক সেবনের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজে না জড়ানোর অঙ্গীকার করেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় চাটমোহর উপজেলা প্রশাসনের একটি দল হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে সাজা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে কাউকেই ছাড় দেওয়া হবে না।