চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

4

পাবনার চাটমোহরে সামাদ সওদা দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত হওয়া সুপার আব্দুল ওয়াহহাবকে স্থায়ীভাবে বহিষ্কার ও অপসারণের দাবিতে অভিভাবক-শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।

জানা গেছে, গত ১৯ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ তার দপ্তরের বামাশিবো/প্রশা/পাবনা-১২৬/৮৮ নং স্মারকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারকে সাময়িক বরখাস্ত হওয়া সুপার আব্দুল ওয়াহহাবকে পুনর্বহালের নির্দেশ দেন। এ খবরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে নৈতিক স্খলন ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক মো. সাইদুল ইসলাম, মো. কুতুব উদ্দিন, মো. রবিউল করিম গোলাম, মো. আব্দুল মোতালিব, মো. হাসানুজ্জামান সবুজ, ছাত্র প্রতিনিধি ভি. ই. ক্যাস্ট্রো সাগর, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, সাদিয়া খাতুন ও সিনথিয়া খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থী সিনথিয়া ও সাদিয়া অভিযোগ করেন— “আব্দুল ওয়াহহাব স্যার মাদ্রাসার এক ম্যাডামের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে পরে তাকে বিয়ে করেন, এতে ওই শিক্ষিকার জীবন নষ্ট হয়েছে। এছাড়া তিনি প্রতিষ্ঠানে নানা অনিয়ম করেছেন। তিনি যদি আবার দায়িত্ব নেন, আমরা কেউই এই প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাব না।”

অভিভাবকরাও একই সুরে বলেন, নারী কেলেঙ্কারিতে জড়িত ও চারিত্রিক স্খলনের দায়ে বহিষ্কৃত একজন ব্যক্তিকে পুনর্বহাল করা হলে তারা তাদের সন্তানদের আর মাদ্রাসায় পড়াবেন না। তারা আব্দুল ওয়াহহাবকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান।