পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডল (৩৫)–কে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ। তিনি ২০১৪ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭৫/১৪ নম্বর মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশপ্রাপ্ত আসামি।
চাটমোহর থানা সূত্রে জানা যায়, মানিক মন্ডল বিলচলন ইউনিয়নের বছর গ্রামের ইনতাজ মন্ডলের ছেলে। রায় ঘোষণার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে বসবাস করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশ বুধবার (৩ ডিসেম্বর) জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গ্রেফতারকৃত মানিক মন্ডলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়