চাটমোহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পোলট্রি খাদ্য ব্যবসায়ীর

: চাটমোহর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ দিন আগে

23

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামে এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত জাহিদ হরিপুর পালপাড়া গ্রামের মৃত জুব্বার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর বাজারে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জাহিদ হোসেন। পথিমধ্যে ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।