পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাপ্পু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালকসহ আরও কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী জানায়, ফৈলজানা ইউনিয়নের ধানুয়াঘাটা এলাকা থেকে যাত্রী নিয়ে পাবনার উদ্দেশ্যে রওনা হওয়া একটি সিএনজি ডেঙ্গারগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে লক্ষীপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে পাপ্পু ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম শামীম বলেন, ‘‘দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’’
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়