পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন (৫৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি পৌর সদরের ছোট শালিখা মহল্লার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। মনোয়ার হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় একটি বিস্ফোরক আইনের মামলা চলমান রয়েছে।
গ্রেফতারের পর ওই মামলায় তাকে আটক দেখানো হয় এবং শুক্রবার (৫ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়