পাবনার চাটমোহরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়। এটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি।
ভ্রাম্যমাণ আদালত জানায়, চাটমোহর পৌর সদরের পুরাতন বাজারে মেয়াদোত্তীর্ণ ও নকল কসমেটিকস সংরক্ষণ ও বিক্রির দায়ে মানিক স্টোরের মালিক মানিক হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় তনু স্টোরের মালিক বিজয় কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, চাল ব্যবসায়ী পিন্টু কুন্ডু ২ হাজার টাকা, কাঁচামালের ব্যবসায়ী তাইজুল ইসলাম ও বেলাল হোসেন ২ হাজার টাকা, আশিক হোসেন ২ হাজার টাকা এবং নজরুল ইসলাম ২ হাজার টাকা করে জরিমানা গুনতে হয়।
সব মিলিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি বলেন, “জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়